দূরে যদি থাকিবে (আয়না সনেট)
             রাজুব ভৌমিক


দূরে যদি থাকিবে, কেন মন মন্দিরে,
চিরে প্রাণ-পাখিরে, ডুবাইলে সংসারে;
কেহ কি পূর্বে কভু, সাধিত ভালবেসে,
বৈদহ তাহার সুখে, ঐশ্বরিক স্পর্শে।


দূরে যদি থাকিবে, কেন মোরে ডাকিলে,
  মরে মর্মদেশ মরে, তব ভেদে জ্বলে;
  থাকিব কেমনে, বিনে মনের-মানুষ,
সহিব যজ্ঞের-জ্বালা, মোরে দিলে তুষ।


দূরে যদি থাকিবে, কেন পিরিতি দিলে,
মোরে দিতে দহন, এ প্রাণ বুঝি নিলে;  
পাপী আমি পাপী, নইলে কেন এমন,
অনুতাপী কান্দি ভবে, কাটিলো জীবন।


দোষ কি হত, দিলে ক্ষণিকের দর্শন;
সন্তোষ মিলনে, দেখিত মন ভূবন।  


০৯/১১/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।