সাঁইয়ের ঘরে (আয়না সনেট)
             রাজুব ভৌমিক


ভবেতে একা একা, না হলো সাঁই দেখা,
  তালাতে বন্দি হয়ে, সাঁই করে পরিখা;
কেনে ভেঙ্গে তালা, দেখি সাঁইয়ের খেলা,
  মনে বাড়ে জ্বালা, সাঁই করে অবহেলা।


  লালন কয় ওরে, ভাবেতে খোল তারে,
   মন উত্তাল মোর, ভাব কোথা পাইরে;
  ভাবের তালা খুলে, সাঁই কেনে দেখিরে,
   স্বভাবের দাস হয়ে, জন্মি আমি ফিরে।


বিনে ভক্তি বিনে ভাব, চলি সংসারেতে,
   জনে জনে খুশির সনে, দিন চলিতে;
   কেমনে যাই ফিরে, ভাবের বদ্ধঘরে,
   জেনে ভাবের রহস্য, সাঁইয়ের ঘরে।


ভাবেতে করে বাস, ভাবের তালা দিয়ে,
খুলিতে করো ভাব, মনে ঘোলা ঘুচিয়ে।


০৭/১৭/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।