প্রেমতরঙ্গে (স্বতন্ত্র সনেট)
       প্রফেসর ড. রাজু ভৌমিক


সখি হেটে যায়, আর আমি হেলে দুলে,
  প্রেমতরঙ্গে ভাসি, মধুর নীলাচলে;
ভাবাবেশে নিরুদ্দেশে, তাহারও লাগি,
কুল-মান নদে, আমি সংসার-বিবাগী।


সখি ঘুরে দেখে, আর আমি দাড়াইয়া,
   তার প্রেমের মোহনায়, মাতে মহুয়া;
এ মনের প্রজাপতি, বাতাশেতে দোলে,
অজানা সে তেপান্তরে, সব কিছু ভুলে।


সখি চলে গেলে, বিরহে আকুল সদা,
আকাশের বুক ভারি, অবিরাম কাঁদা;
নাচেনা ফড়িং এখন, ঘাসের ডগায়,
  পানিশূন্য হয়ে মাঠ, যেমন বর্ষায়।


সখিভাবে নিশিতে, কতই জ্বালা অঙ্গে;
  বঁধু আসবে বলে, ভাসি প্রেমতরঙ্গে।


১১/২৪/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক