তব প্রেমে আমি মরি
               রাজুব ভৌমিক


   যবে হেরিনু তব অপরূপ সূর্যাতলে
করিনু বিসর্জন হিয়া মোর তব চরণতলে
          কত নিদ্রা করিনু দান
কত আর্তনাদে চাহিয়াছে আমার পরাণ
           যাইতে সখির কুন্জবনে।  
            তব প্রেমে আমি মরি
উদ্ধার হে নিপুণিকা দাও মোরে পরিত্রাণ
     আজি অঙ্গুলি মিলনে উপর্যুপরি।


             তব প্রেমে আমি মরি
  আপনা ভুলিয়া অশ্রুধারা বহে গোপনে
    রাখিতে মোর দুই নয়ন সখির নয়নে।


         কেমনে গাইবো প্রেমের গান
   ছুঁইতে তব প্রাণ—চাহিবে তব পাশে
  সহে না তুমি বিনে নাও যত বলিদান
         দিব প্রাণ চাইলে ভালবেসে
             তব প্রেমে আমি মরি।


             ০১/২৬/ ২০২১
          ম্যানহাটন, নিউইর্য়ক