ঋণী (আয়না সনেট)
           রাজুব ভৌমিক


যাহা করিয়াছি ভবে, সখির সংসারে,
রাহা বিষন্নতা গো, তব হিয়া মাঝারে;
সফলতার জন্য, দূরে ঠেলি তাহারে,
দ্বার খুলিয়া সে, আপন করিল মোরে।


করিলাম যত অবজ্ঞা, দিনে বা রাতে,
পেলাম শিক্ত হাসি, ভালবাসা দুহাতে;
হাসির মুখোসে, জানি কত অশ্রু বয়,
খাতির রাজ্যের মোরে, উপেক্ষা সময়।  


  কেমনে এত দয়া, প্রেয়সীর অন্তরে,
জানিনে কেন সে, এত ভালবাসে মোরে;
অধম নির্গুন আমি, যোগ্য নহে তারি,
কম বুদ্ধি আমার, নই আমি সংসারি।


তব করুণায় আমি, আকাশেতে ভাসি;
নিব সবি দিবে যা, ঋণী হব প্রেয়সী।


১১/১৪/২০১৯
কপিরাইট © ২০১৯ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।