বিজয়ের মাস (স্বতন্ত্র সনেট)
      প্রফেসর ড. রাজু ভৌমিক


ঘুরে ফিরে এলো, এই বিজয়ের মাস,
কষ্ট স্মৃতি বুকে, দেশে আনন্দ উচ্ছাস;
কত কান্না, রক্ত, বীরত্বের স্মৃতি নিয়ে,
বিজয়ের মাস এলো, বছর ঘুরিয়ে।


কত প্রাণের বিনিময়ে, এই পতাকা,
লাল সবুজে উড়ে, শিব-দাশের আঁকা;
লক্ষ বাঙ্গালী হেসে, দিয়ে তাদের প্রাণ,
লাল সবুজ পতাকার, রাখিলো মান।


ষোলই ডিসেম্বর, এ বিজয়ের দিনে,
রাস্তায় মানুষের ঢল, নামে সমানে;  
কত ব্যথা বুকে, হাতে নিয়ে ছোট্ট ফুল,
স্মৃতিসৌধে দেয় ভোরে, হইয়া ব্যাকুল;


জাতীর গৌরবের মাস, এ ডিসেম্বর;
তরতাজা প্রাণে, হয়েছে বাংলা উর্বর।


১২/০৮/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক