প্রেম কি সুখময়? (আয়না সনেট)
             রাজুব ভৌমিক


কয় সকলে, ভাসো হৃদয় প্রেমজলে,
ভয় নাহি তোর, প্রেম রবে চিরকালে;
আমি করি ভেবে, হৃদয়-মাজন তবে,
তুমি যেন পারো, করিতে বিস্তার সবে।


প্রভাতে হলো দেখা, সে নয়নে নয়নে,
অজ্ঞাতে কখন সখি, আসিল স্বপনে;
  হৃদয় মোর কমল, করে জ্বল-জ্বল,
উদয় প্রেম মনে, ভাসি স্রোতে প্রবল।


সহসা সে গোপনে, অজ্ঞাত কি তপনে?
ভালবাসা নাহি মিলে, ছলনা কাননে;
   করে লক্ষ-লক্ষ টুকরা, মম হৃদয়,
মরে হিয়া আমার, সখি তুমি নির্দয়।


  হত যদি প্রেম, চিরকাল সুখময়;
অব্যাহত প্রেমচেষ্টা, করিত হৃদয়।


০৮/২২/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।