জন্মাষ্টমী (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


অধর্ম বৃদ্ধিতে, বিষ্ণু হয় অবতীর্ণ,
দুষ্কর্ম বিনাশ করে, রক্ষে সাধু পূর্ণ;
ভাদ্রে কৃষ্ণপক্ষে, অষ্টমী ছিল তিথিতে,
অচ্ছিদ্রে কারাগারে, জন্ম কৃষ্ণ ধরাতে।


   বসুদেব পার হয়, উত্তাল যমুনা,
নিষ্ঠেব পিতা রাখে, ঘরে নন্দের জানা;
অঝোরে বৃষ্টি নামে, বিদ্যুত চমকায়,
ধরে সহস্র ফণা, বাসুকি সর্প যায়।


গোকুলে গোপাল হাসে, যশোদার ঘরে,
শিকলে দেবকী কাঁদে, আগুন অন্তরে;
কংস জ্বলে ক্ষোভে, শান্তির বায়ু ধরায়,
ধ্বংস দুষ্টের হবে, কৃষ্ণ আশা জোগায়।


  মন লহ কৃষ্ণ নাম, কর গুন-গান;
যখন নামে কৃষ্ণ, হবে মুক্তি-কল্যাণ।


০৮/২৪/২০১৯
কপিরাইট © ২০১৯ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক