হিংসা (স্বতন্ত্র সনেট)
             রাজুব ভৌমিক


   যুগে যুগে মানুষ, মানুষের বিরুদ্ধে,
হিংসার অনলে পুড়িল, নামিলো যুদ্ধে,
   ধর্ম বর্ণের দোহাই দিয়ে আক্রমন,
  হিংস্রতার ঘোরে করে মস্তক খন্ডন।


অসুরতা লুকায় সে, ধর্মের আঁচলে,
  পাপ কর্ম করে তাই হেসে ধর্মবলে;
নিজ ধর্ম সর্বশ্রেষ্ঠ বলিয়া আসরে,
পাপ কাজে সদা লিপ্ত, পতিতা বাসরে।

স্বধর্ম করিয়া পুঁজি, নামে ব্যবসায়,
স্বর্গের রাস্তা চিনি, জগতকে বোঝায়;
ব্যবসাতে সফলতা, তাদের তা চাই!
অন্য ধর্মের তাই, বিন্দু স্থান তো নাই।


হিংসায় জ্বলে তারা, ধর্মের লোকশানে;
  ধ্বংসযজ্ঞের চেষ্টা, চালায় সর্বক্ষনে।


০৪/২২/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক