আদর্শহীনতার প্রাচুর্য
             (স্বতন্ত্র সনেট)
       প্রফেসর ড. রাজু ভৌমিক


  পুকুর চুরি ছেড়ে, সাগর চুরি করে,
তসবি নিয়ে হাতে, সে ডাকে বিধাতারে;
  ক্ষমতার জোরে, করে সর্ব লুটপাট,
সুন্দর কথা তার, পোশাক ফিটফাট।


দেশে সুচিন্তা আর, সুরুচির দুর্ভিক্ষ,
বলিয়া সে মাইকে, ফুলিয়া তার বক্ষ;
হাতের চুলকানি তার, মি: কোষাধ্যক্ষ,
সবার প্রতি ভালবাসা, সে নিরপেক্ষ।


এ হীন সমাজে বুঝি, থাকা বড় দায়,
লেখাপড়া কম, সে যে টাকা বেশি খায়;
   নিরঙ্কুশ ক্ষমতায়, নিরঙ্কুশ খাবে,
  পূর্ণাস্থলে দৈনিক, যাইতে কিন্তু হবে।


  আদর্শহীনতার প্রাচুর্যে, মোর বাস;
  সুন্দর মন থাকলে, করিনা বিশ্বাস।


১২/১১/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক