শেষ প্রেমপত্র (আয়না সনেট)
             রাজুব ভৌমিক


হয়ত তোমায় আর, হবে নাহি দেখা,
অনন্ত মোর প্রেম, তাই পত্রটি লেখা;
রক্তাত্ত মোর বুক, খুনি তোমার চোখ,
অশান্ত জ্বলে হিয়া, তোমার প্রেমে রোখ।


দোষ কি ছিল আমার, করিলে তাবিজ,
তোষ বিনে, ব্যথা নিয়ে, দু:খের প্রানীজ;
চেয়েছি আমি তোরে, ভোর-সন্ধ্যা বলিতে,
  কাছি গলায় দিয়ে, প্রেম তব সহিতে।


করিলে অবজ্ঞা মোরে, দেখিলে না দেখে,
জ্বলে কলিজা জ্বলে, পত্র তোমায় লেখে;
  মৃত্যু যদি হয়, প্রেয়সী তোমার পূর্বে,
  আমৃত্যু ভালবেসে, হবো দুয়ার স্বর্গে।


লেখার ইচ্ছে তোমায়, ছিল একরাশ,
  সবার না হয় প্রেম, হয় অভিলাষ।


০৬/০৬/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।