অালস্যতার ফল (স্বতন্ত্র সনেট)
            রাজুব ভৌমিক


এ ভবে হায়, যার আলস্যে দিন যায়,
  পরিশ্রমে পালায়, বদনে অভিপ্রায়;
ধীরে ধীরে চলে, পরনে তার পান্জাবি,
কিছুদিন গেলে নিবে, সে ভিক্ষার চাবি।


স্বল্প কাজ যে করে, প্রতিভা নাহি ভরে,
আলস্যের জ্বরে, যে ঘুমায় এ সংসারে;
অজুহাত ধরে, বিছানা ত্যাগ না পারে,
  সমান ভাগ্য তার, ধরিত্রীর উপরে।


হাসিতে খেলিতে যে জন কাটিলো বেলা,
   সময় শত্রু হবে, করিবে অবহেলা;
   পরিশ্রমী যে জন, হইবে ভবে রাজা,
আলস্যি একদিন, করিবে তার পূজা।


আলস্য অনিষ্টের মূল, এ লোকে কয়;
আলস্য বিনে সুখ নাহি, আলস্যে ভয়।


০৪/১৭/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক