সুখহীন জীবন (স্বতন্ত্র সনেট)
     প্রফেসর ড. রাজু ভৌমিক


জীবনে সুখ আসে ধীরে, দুঃখ অঝোরে,
অবিশ্রান্ত ধারায়, নীরব সে গভীরে;
অন্তঃশীর্ণ করিয়া, সুখহীন জীবনে,
ধরনীর সত্য রূপ, না মিলে বাসনে।


কষ্টে জীবন সংজ্ঞা, অনুজন সম্মতি,
কেউ সফল, কেউ দেয় তার আহুতি;
আবার কারো জন্ম, সত্যিই অসহায়,
নির্গীর্ণতায় আহা, সে জীবন বিলায়।


সমুদ্র যেমন থাকে, জোয়ার ভাটাতে,
অনির্জিত জীবন, সুখ নেই সীমাতে;
গ্রীষ্মে যেমন হয়, দু’এক ফোঁটা বৃষ্টি,
সুখাগমন তবু, হোক না অনাসৃষ্টি।


অনুতাপ করো সবাই, জন্মদিনেতে;
বছর পেরিয়ে গেলো, সুখ কি আমাতে?


১২/১৫/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক