ঈশ্বর খুঁজি (স্বতন্ত্র সনেট)
      প্রফেসর ড. রাজু ভৌমিক


অপাত্রভৃৎ হে প্রভু, তোমায় সর্ব খুঁজি,
মরুভূমিতে মুক্তা হারানো, শিশু বুঝি?
এই ধরা ব্রহ্মান্ডে, ক্ষুদ্র মুক্তার মতো,
কতো মুক্তা তোমার, ভাবি তাই নিয়ত।


  তব খেলা নিরন্তর, অবুঝ শিশুতে,
ধরিত্রী অনির্জিত, শোভা তব গলেতে;
যেমন আমি খুঁজি, ঈশ্বর যে তোমায়,
মুক্তা হারানো শিশু, তুমি খোঁজ মুক্তায়।


    বালুর ঘূর্ণি ওঠে, এই মরুভূমিতে,
শোঁ শোঁ বাতাস বয়ে, আশঙ্কা তা ঝড়েতে;
ডাকি মোরা প্রভু, আসো মুক্তার এদিকে,
তুলে নাও এবার, সৃপ্ত হবো তোমাতে।


  মৃন্ময় চক্ষু খোঁজে, ঈশ্বর কত দূর;
হারানোর ভয়ে কি, সৃষ্টি করো প্রচুর?

১২/২৩/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক