প্রেম ও মোহ (তৃতীয় মাত্রা সনেট)
             রাজুব ভৌমিক


মোহ কহে, ভালবাসি প্রথম তারে দেখে
তৎক্ষণাত পড়েছিনু আমি প্রেম সাগরে
প্রেম কহে, নহে প্রেম যদি তা স্বল্প চোখে
সময়ে সত্য প্রণয়, হয় তা ধীরে ধীরে।


মোহ কহে, অনুভবে শরীর আকর্ষণ
সুখ প্রেমে ভবে ওরে, মিলন জোসনায়
প্রেম কহে, সুখ নাহি মিলে প্রেমে কক্ষণ
হৃদয় গভীরে প্রেম অনুভূতি মিলায়।


মোহ কহে, ভালবাসি পাগলের মতন
চাই আমি তার প্রেম, মরিব না পাইলে
প্রেম কহে, পাবে প্রেম করিলে গো যতন
ত্যাগে আসল প্রণয়, বাঁচবে তা মরিলে।


মোহতে স্বার্থপরতা, প্রেমে দয়ালু মন
পাবার আশা মোহতে, সংকীর্ণ সর্বক্ষণ
প্রকৃত প্রেম বিশুদ্ধ, সখিত্ব আজীবন।


১২/১৪/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


তৃতীয় মাত্রা সনেট: বাংলা সাহিত্যের সনেটগুলো সাধারণত অক্ষরবৃত্ত ছন্দে রচিত ১৪ মাত্রা বা ১৮ মাত্রার সনেট। কিন্তু তৃতীয় মাত্রার সনেটগুলো অক্ষরবৃত্ত ছন্দে ১৫ লাইনে রচিত, ১৫ অক্ষরের, ১৫ (৮+৭) মাত্রার সনেট, মিলবিন্যাস: তিনটি চতুষ্ক (কখকখ, গঘগঘ, ঙচঙচ) এবং একটি ত্রিপদী (ছছছ)।