প্রেম আসিলো ভাঙ্গা ঘরে
         (তৃতীয় মাত্রা সনেট)
            রাজুব ভৌমিক


সাধের প্রেম আসিলো নিথর ভাঙ্গা ঘরে
শুধু উড়িয়া যাইতে সে গো ঝড়ে অকালে
ভাঙ্গা ঘরে ছিদ্র দিয়া হাজার দু:খ ঝরে
বাতাসে প্রেম প্রদীপ নিভু নিভু আড়ালে।


   কত স্বপ্ন পূর্ণিমার দেখিনু ভাঙ্গা ঘরে
রোদ্রজ্জ্বল সারাদিনে ওহে নিশি সমাপ্তে
আশায় বেঁধেছি ভাঙ্গা ঘরটি আড়ম্বরে
প্রেমপূর্ণ আজীবন থাকিতে গো পর্যাপ্তে।


মোহতে টেনেছি আমি প্রেম দু’হাত ধরে
   নাহি অনুভবে ছিল আমার ভাঙ্গা ঘর
ভাঙ্গা ঘরে প্রেম কভু কি শ্বাস নিতে পারে
   প্রেমের গায়ে ধরিলো তাই কষ্টের জ্বর।


  কত চাঁদ এসে যায় আমার ভাঙ্গা ঘরে
  উঁকি দিয়ে বলিতে সে জোসনার চত্বরে
  প্রেম নাহি টিকে কভু ভাঙ্গা ঘর গহ্বরে।


১২/০১/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক