মেদেয়িন-কলম্বিয়া (আয়না সনেট)
          রাজুব ভৌমিক


পরশমণি আন্তিওকিয়ার গো তুমি,
দেহখানি মরিয়া, পূর্নজন্মের ভূমি;
অর্কিড শীতলতায়, ছোঁয়াও যে প্রাণ,
ফ্লোরিড করিলে আদত, সজ্জা সমান।


   শহর চিরবসন্তের, ঘ্রাণ ফুলের,
অন্তর জুড়ায় মোর, স্পর্শ  জীবনের,
পর্বত শোভায় গো নয়নের যে কান্তি,
  মহব্বত! মজে মন, অনুভবে শান্তি।


পূর্ণ করিলে অসু, দেখিনু তব মায়া,
শূন্য করো বাসনা সর্ব, তুমি গো হায়া;
ইস্পাত বুকে তব, বোগোতার সরম,
জাত নাহি কুল নাহি, বৃদ্ধি মহরম।


মেদেয়িন! রূপ তব, প্রেমে মজিলাম,
উড্ডয়িন মম মন, তোমা অবিরাম।


০৫/০৪/২০১৯


মেদেয়িন, কলম্বিয়া


আয়না সনেট: যে সনেটটি দুই দিকে থেকে পড়া যাবে। এই কবিতার বিশেষত্ব হচ্ছে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ,ছছ অন্তমিল নিয়ে সাজানো।