আমার হৃদয় গলে (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


  মাখন সরূপে আমার হৃদয় গলে,
যখন দেখে সখি, নিত্য রাত্রি পোহালে;
নয়ন খুলে যখন, রাখে চোখে চোখ,
  উড্ডয়ন করে মন, অন্তরের রোখ।


  মাখন সরূপে আমার হৃদয় গলে,
  যতক্ষন স্পর্শ মোর, হৃদয়ে করিলে;
সখির ছোঁয়া পেলে, হারিয়ে যাই চলে,
  বাহির অবশ হয়, সখি তুমি ছুঁলে।


   মাখন সরূপে আমার হৃদয় গলে,
  উজ্জীবন মোর মন, তুমি সখি এলে;
  বিনে সখি মোর, প্রাণ কাতরায় যেন,
  ক্ষণে ক্ষণে দমবন্ধ, সখি অক্সিজেন।


   মাখন সরূপে আমার হৃদয় গলে;
এমন ভালাবাসা, সখি আমায় দিলে।


০৮/০৬/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।