কলিজা কাঁপে (আয়না সনেট)
           রাজুব ভৌমিক


কলিজা কাঁপে মোর, সখির ভাবনায়,
কবজা করিল হিয়া, প্রাণ বুঝি যায়;
সখির স্পর্শন বিনে, স্বর্গরাজ্যে ভাসি,
বারবার স্বপনে, কাটাই পাশা-পাশি।


ভাঙ্গিলে সুখনিদ্রা, নয়ণ ভাসে জ্বলে,
ধরাতলে এতজ্বালা, দেখেনা সকলে;
বসে আমি একা একা, স্বপ্নরাজ্য গড়ি,
মিশে আছে সখির-মায়া, নহে আনাড়ি।


প্রাণবধুঁরে পেলে দেখা, বলিব তারে,
  প্রহরে তব বদন, দেখাইও মোরে;
বলিব স্বপ্নকথা, নিয়ে বুকে হিম্মত,
  দিব বুকচিরে তারে, হোক কেয়ামত।


কলিজা কাঁপে ভেবে, হারাই যদি তারে;
  তরজা প্রেম হারিয়ে, যাইব ওপারে।


১০/৩১/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।