সখি কহে (আয়না সনেট)
             রাজুব ভৌমিক


সখি শুধায় মোরে, অশ্রু কেনে-গো ঝরে?
    রাখি চক্ষু যখন, ঐ বদন বাহিরে;
  কত ঝরিলো অশ্রু, বিনে সখি জীবনে,
    ক্ষত নয়নখানি, এখন জ্বলি মনে।


সখি শুধায় মোরে, কেন কাঁদে পরাণ?
   পাখি যখন সুরে, নেয় প্রেম সমান;
    চাই সখির প্রেম, ভুবনে শতভাগ,
  কাতরাই ধীরেতে, সখি করিলে রাগ।


সখি শুধায় মোরে, কেন বুকে অনল?
বৈশাখি মাঠে যেমন, ফাটে বিনে জল;
জ্বলতে জ্বলতে শুরু, আমাদের প্রেম,
ঢালতে ঢালতে অশ্রু, জীবন দিলেম।


সখি কহে মোরে, প্রেম কেন দু:খময়?
  রাখি বুকে সর্ব, শুধু হারানোর ভয়।


০৬/৩০/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।