প্রাণোকীর্তয় নিত্যং (তৃতীয় মাত্রা সনেট)
             রাজুব ভৌমিক


প্রাণোকীর্তয় ত নিত্যং প্রেয়শী নিদ্রাহন্তি
     মঙ্গলম্ মঙ্গলম্ তব গীত সদাতে
  অপ্পসসুতাযাং মম, দর্শন ন বাড়ন্তি
প্রাণসিস্পর্শালাভান্ন বাসনং ত উচ্যতে।


  অত: নেত্রবারি মম সখিকথাগনম্
যাহা সখিং সংসারম তাহা ভুব: শ্রবণে
দর্শনান্দ্রিশ্রোতজলে সময়ান্তিজ্বলম্
প্রেম কিম্ ন সত্যম? ন ক্ষণিত মরণে।


হে আসঁজন আসঙ্গ, প্রাণোকীর্তয় নিত্যং
      স্বরম চ কণ্ঠনম তবহিতেবন্দনা
প্রাণোহরিতজন্মাসে্ ধরা পূর্ণিমা স্বয়ং
    মঙ্গলম্ মঙ্গলম্ সত্যম পূর্ণপণা।


য়মুনা জলসে নিত্যং তত মম সংস্রব
  গীতং যথাহি সর্বে পক্ষীচ রবরব
বায়ৌনির্মলে বহিতে তীব্রগতি সরব।


০৪/০৯/২০২০
ম্যানহাটন, নিউইর্য়ক