নববর্ষের প্রার্থনা (স্বতন্ত্র সনেট)
            রাজুব ভৌমিক


  মুক্ত করে দাও প্রভু সর্ব বিষন্নতা,
নতুন দিনের শুরু, নতুন সে বার্তা;
ছুটি দিলেম আজি পুরোনো অমাবস্যা,
  নতুন হয়ে আসুক ফিরে নব্য দিশা।


শুদ্ধ করে দাও প্রভু পহেলা বৈশাখে,
শত্রুকে বন্ধু বেশে, চলিব হাত রেখে;
খুশির জোয়ারে ভেসে, নগর বন্দরে,
গ্লানী মুছে ভাসিব ঐ আনন্দ সাগরে।


   নবচেতনা দাও প্রভু এ নববর্ষে,
মানুষে মানুষে টান, থাকুক আকর্ষে;
মেতে উঠুক বাঙালী, আপন খুশিতে,
কভু যেন নাহি, তা ভেদাভেদ কিঞ্চিতে।


নব্য কিরণে যেন দেখি আশার আলো;
   নববর্ষ কাটুক সবার চেয়ে ভালো।


০৪/১৫/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক