আহুতি (তৃতীয় মাত্রা সনেট)
              রাজুব ভৌমিক


ঈশ্বর তুমি গো তাই নাহি পেলাম ভবে
দূরে দূরে থাকো সখি পূজিব প্রতিমায়
আমৃত্যু বক্ষ মন্দিরে প্রেয়সী তুমি রবে
প্রণয়ে আরতি দিবো আজীবন তোমায়।


বন্দনা করিবো তব দু’হাতে নিয়া ফুল
  ক্ষণিক মোরে বধুঁর দরশন লাগিয়া
গুনগুন তব নাম গাইবো গো আকুল
সমর্পণের নেশায় মাতিবে মোর হিয়া।


  মোর দেহ অংশগুলি কাষ্ঠ টুকরা করে
   অগ্নিযজ্ঞ দিবো তব নামের উচ্চারণে
আঁখি জলে ঘি মাখিয়ে যজ্ঞে দেবো তোরে
  তব তুষ্টি মিলে যদি এ অল্প বিসর্জনে।


হে মোর ঐশ্বরী, নাও মম অন্ত্য আহুতি
যাহা মোর দিয়া সর্ব ভালবাসিয়া অতি
শূন্য হিয়া নাহি মম অন্তরে তব জ্যোতি।


১০/২৯/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক