আহারে রমজান
            রাজুব ভৌমিক


       কেউ জাগে খালি পেটে
       শুনলে ভোরের আযান
       পানি ভর্তি করে ক্ষুধায়
          তাদের বুক সমান।


  ভরা পেটে সেহরির থালা চেটে
   আবার কেউ রাখে রমজান
       সুদের টাকা গুনে গুনে
       গায় ঈমানের জয়গান।


      আহারে রমজান…..
         ওরা থাকে মাস ধরে
     প্রতিদিনের ক্ষুধায় রোজা
     কত গরীবের প্রাণ ধুঁকে মরে।


      একমুট মুড়ি হাতে
         কেউবা ইফতার করে
  আবার সারাদিন খেয়েও ওরা
     মাগরিবে খায় পেট পুরে।


       আহারে রমজান…..
         ওরা থাকে মাস ধরে
     প্রতিদিনের ক্ষুধায় রোজা
     কত গরীবের প্রাণ ধুঁকে মরে।


০৪/১৮/ ২০২১
কপিরাইট © ২০২১ রাজুব ভৌমিক
ব্রঙ্কস, নিউইর্য়ক