হস্তরেখা (তৃতীয় মাত্রা সনেট)
              রাজুব ভৌমিক


তারি হস্তরেখায় আমি বসিয়া গোপনে
দেখিনু মম তৃষিত হৃদয় নিশিকালে
প্রণয় নেশার ঘোরে আকুল অবসানে
অনুভব করিলেম কিছু হায় অকালে।


ভুল ভুল ভুল দেখি তাহার আঁখিকোণে
স্পর্শে ডাকিলো লজ্জার ভ্রাতা কি শিহরিতে
এ হৃদয় মন্দিরে সে ঘন্টা বাজিলো জেনে
কি এমন হইলো সে তাকাইলো কাঁপিতে।


     জলন্ত নয়ণে তার সাগর বয়ে যায়
তারি স্রোতে ডুবিলাম আমি বুঝি অজান্তে  
   নিশির ঘ্রাণে ঝরিলো অনুভব উচ্চায়
  বিষাদের কুহলিকা জড়াইলো আমাতে।


  নীরব আচ্ছাদনে সে যামিনীর আড়ালে
   সপে দিল অনুভব সে কষ্ট পাবে বলে
   মোর অনুভুতি তাই ডুবে সাগরতলে।


১১/১৪/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক