সুখের বাস (তৃতীয় মাত্রা সনেট)
               রাজুব ভৌমিক


  যাহা কিছু এ ভবে মৃত্যুর কারণ তবে,
  সুখ অফুরন্ত পাই আমি তাহার মাঝে;
  সুখ চাইলে তবে অমঙ্গল করো সবে,
মঙ্গল কাজে ইন্দ্রিয় যেন লুকায় লাজে।


    যাহা কিছু উত্তম এর দেহের লাগিয়া
শান্তি অবশিষ্ট তাতে গো এ কেমন বাঁচা?
  চাইলে আনিতে সুখ এবং জ্বালাতে হিয়া
   কুখাদ্য খাইলে তবে সুখ জানিবে হাঁচা।


  নেশায় মজিলে শুধু আসমানে উঠিবে
  কত তারা দেখিবে চন্দ্র নিয়া বাম হাতে
  জল পানে মজা না পাইয়া ঘুম ভাঙ্গিবে
  প্রসাধনে ব্যস্ত হইবে যে বেলা অবেলাতে।


    মঙ্গল কর্মে সুখ নাহি অমঙ্গলে সুখ
    সুখের বাস কুকর্মে হবে শান্তি উন্মুখ
   চাইলে সুখ ছাড়ো তবে ভালোর সম্মুখ।


০৭/০২/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক