বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব
           (স্বতন্ত্র সনেট)
    প্রফেসর ড. রাজু ভৌমিক


অমিয়, বুদ্ধদেব, জীবনানন্দ, বিষ্ণু,
    সুধীন্দ্রনাথ, তথা হয় অ বু জ বি সু;
রবীন্দ্র প্রভাব ছাড়িয়া, করে তান্ডব,
   হইলো, বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব।


  যেমনি মহাভারতে, ভীম যুধিষ্ঠির,
   অর্জুন, নকুল, সহদেব, না পান্ডুর;
তেমনি অ বু জ বি সু, রবীন্দ্র ছাড়িয়া,
   অবুজের মত, কাব্য করিলো রচিয়া।


   যুধিষ্ঠির-ভীম, ধর্ম-পবন সন্তানে,
   পান্ডুর না, নকুল, সহদেব, অর্জুনে;
     ইন্দ্র, অশ্বিনীপুত্ররা, বড় দেববলে,
অবুজবিসু’রা, বাংলা করিলো বিফলে।


   লৌহ চুম্বক হয়, সর্ব সান্নিধ্য নিয়ে;
বাংলা সাহিত্য কি হয়, রবীন্দ্র ছাড়িয়ে?


১১/২৭/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক