গরীবের ভক্তি
           রাজুব ভৌমিক


    গরীব কাঁদে পেটের যন্ত্রনায়
      অন্নবিনে কাটে সারাদিন
  তবুও সে মন্দিরে পুষ্প দেয় দেবতায়
  ভক্তি তার যেন চিরতরে অমলিন।


  ধনী করে পাপ হাজারো উপায়ে
   গেল না কভু সে তুলসী তলে
     আয় করে সে ঘুমিয়ে বসিয়ে
   শ্রম আগুনে দারিদ্রের দেহ জ্বলে।


   তবু না পারে সে দু’বেলা খেতে
     চোখের জলে বালিশ ভিজে
   গামছা কাঁধে চলে যায় ক্ষেতে
   মনে প্রভুর নাম করে সে নিজে।


প্রভু—গরীব তোরে পূজিল দিবানিশি
    মিছে তারে কষ্টইবা কেন দিস?
মুখের অন্ন তার অকারণে কেড়ে নিস
থাকিতে তোর ভাণ্ডারে ধান রাশি-রাশি!
  
০৫/৩০/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক