পরাণবঁধু (স্বতন্ত্র সনেট)
      প্রফেসর ড. রাজু ভৌমিক


   পরাণবঁধু যেদিন, ধরেছিলে হাত,
সুখের জোয়ারে ভাসি, ভুলে সর্বাঘাত;
কোমল হাতের দীপ্ত, পরশ গোলাপ,
পাপড়ি শুকালো, কিন্তু চলে প্রেমালাপ।


চোখে চোখ রেখে, দেখিনু মোর ভুবন,
ফুলে ফুলে ভরা, তোমার মায়া কানন;
বাসনার লোভে সখি, আমার ইন্দ্রিয়,
পরাণবঁধু মোর, প্রানের চেয়ে প্রিয়।


দেখিনি সেদিন, রৌদ্র ছায়াদের খেলা,
কপালের নীল টিপ, দেখি সারাবেলা;
দেখিনি সেদিন, ফুলে মৌমাছির বসা,
নীল শাড়ির আচল, শুধু ভালবাসা।


পরাণবঁধু তোরে, দেখে আঁখি জুড়ায়;
প্রেম পূর্ণ মনে, সখি কানায় কানায়।


১১/২৫/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক