প্রেমের প্রার্থনা (তৃতীয় মাত্রা সনেট)
                 রাজুব ভৌমিক


    সখির পূজায় আমি নিত্য প্রভাত হলে
    অন্তর মন্দিরে যাই ছুটে দেখিবো তারে
  ভেসে যাই প্রেম সাগরে আমি অশ্রু জলে
    কভু দর্শন নাহি তারে আমি খুঁজি যারে।


    মম হৃদয়ে তব পূজা চলে সারাক্ষণ
    দু’হাত জোড় করে পুষ্প চন্দন মাখিয়ে
    ঠাঁই দিতে সখি তব অন্তরে আজীবন
সাজাবো ফুলে ফুলে সেথায় গো মালি হয়ে।


    তব প্রেম পাবো বলে জীবন শেষকালে
    দৃষ্টি গেল তবু প্রেম চক্ষু নাহি গো মরে  
    কত আশায় বাঁধি কুঁড়োঘর প্রেমজলে
    দেখিবো শুধু তারে ভালবাসিলাম যারে।


     মম প্রার্থনা বধূয়া শুনিয়ো একবার
  একাকী জ্বলি আমি নেই কোথাও যাবার
   বিনে সখি কি মিলবে এ প্রাণের উদ্ধার?


০৭/১৬/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক