সংকল্প (আয়না সনেট)
          রাজুব ভৌমিক


অখিল ছুঁইবো মম ভ্রমিয়া জাহান,
কিল করিব বন্ধন, যাবে যাক প্রাণ;
ব্যাহতি দিব সবি, তাই হব অনন্য,
ইতি নাধর্মীর, সংকল্প মোর অক্ষুন্ন।


ভুলে যাব অতীত, ভবিষ্যত দেখিব,
আকুলে নিদ্রা বিনে, জাগ্রত আমি রব;
  তৃণজ্ঞান হিংসুকেরে, করি বরাবর,
সম্মান করিব আদায়, না করি ডর।


কর্মে মনযোগ, নাহি করিব তুলনা,
ঘর্মে ভাসাবো জীবন, বিশ্রাম অচেনা;
   অমত্ত রব উপপ্লবে, হবে বিজয়,
অম্লাক্ত বাণীতে, কভু নাহি হবে ক্ষয়।


মম হস্তে ভাগ্য, গঠনে রম্য জীবন;
উদ্দাম সর্বকর্মে, সংকল্প আমরণ।
  
০৯/১৩/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক
আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।