গর্বিত নোয়াখালীর (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


  দেখিনু কভু এমন জীবন্ত শহর,
তনু জুড়ায় যেথা, দেখে মাটির ঘর;
জৈষ্ঠ সন্তান তার, সালাম, জহুরুল,
বীরশ্রেষ্ঠ বুকে তার, আমিন রুহুল।


সাহিত্যে হাকিম ও নাটকে আলদীন,
পান্ডিত্যে মুনীর গুরু, স্পীকার শিরীন;
জন্মে দিলে কত, বাংলার সূর্য-সন্তান,
কর্মে নোয়াখালীদের, বিশ্ব গায় গান।


  সৌন্দর্যের স্বর্ণখনি ও গর্ব বাংলার,
  ঐশ্বর্যের সজীবতা, ফুলের মাজার;
  প্রাণ জুড়ায় গান্ধীর, করিতে ভ্রমন,
মান রাখলো বাংলার, করে আন্দোলন।


মায়াময় ছায়াময়, লাবন্য তাহার;
জয় করে মন, দেখি তারে বারংবার।


০৬/২৪/২০১৯


ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।