বাস্তবতা (আয়না সনেট)
           রাজুব ভৌমিক


সুখ কহে, স্বর্গবাস সংস্পর্শে আমার,
  চতুর্মুখ হবে শান্তির, দু:খ অস্মার;
হেসে হেসে কহে দু:খ, আমাতে জীবন,
  মিশে রহিব সর্বথা, অটুট বন্ধন।


আলো চিন্তিত, ভাবে সেকি সুখে না দু:খে,
কালো নাহি আমি, ধরাতে জ্বলি সম্মুখে;
কালো কহিল হেসে, আধা-আধা রাজত্বে,
ভালো শাসন করি, তব অনুপস্থিতে।


ভাল কহিল, আছি আমি নাহলে দ্বন্ধ,
  ঢাল মধুরবাণী, কে চায় মিছে মন্দ;
মন্দ বলে ভাই, যত সমস্যা ভালতে,
   দ্বন্ধ প্রিয় মানুষের, পরশ্রী হরতে।


সুখ চেয়ে মানুষ, অসুখের সন্ধানে;
উন্মুখ কষ্টের, চলে মন্দের গহীনে।


১০/২২/ ২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।