সমুদ্রমন্থন মহাকাব্য :  প্রথম সর্গ (১-১১)
     অধ্যাপক ড. রাজু ভৌমিক


  বহুত কাল তদানীং, রৈবত মন্বন্তরে,
বিভু আবির্ভূত, ইন্দ্র নামে, এই ব্রক্ষ্মান্ডে।
  ভূতরয়গন হলো, দেবতার সরূপে,
হিরণ্যরোমা, বেদশি, উর্ধ্ববাহুরা সহ,
  ইত্যাদি হইলেন যে, পূজনীয় সপ্তর্ষি।  
  রৈবত মন্বন্তরে, মা বিকুন্ঠার ও পিতা
শুভ্র দেবের ঘরে, সে বৈকুন্ঠ অধিপতি
প্রদর্শনার্থ সরূপ, সবারই জ্ঞানেতে।
স্ত্রী লক্ষ্মীর সে যাজঞা, নিয়মিত বাসনা
পূর্ণতে ন দ্বিধা স্বামী বৈকুন্ঠ, সৃষ্টি তাই
বৈকুন্ঠলোক, শক্তির প্রকাশ স্ত্রী সম্মুখে।


.....চলবে।


বিশেষ দ্রষ্টব্য :  মালতী-অমিত্রাক্ষর ছন্দ: প্রতি ছত্রে ১৫ টি অক্ষর, প্রতি ছত্র বা চরণ অাট-সাত মাত্রায়, এবং চরণগুলির অন্ত্যবর্নের মিল থাকেনা।