সমুদ্রমন্থন মহাকাব্য
        প্রথম সর্গ (২২২-২৩৬)
            রাজুব ভৌমিক


মূর্খ ইন্দ্রের মস্তক করিলো ঝন ঝন,
প্রভুর কেমন খেল, ভাবে তাই আপন,
অন্য দেবতারা করে ফিস ফিস সেথায়,
  ব্রক্ষ্মদেব, মহাদেব, ইন্দ্র মমত্ত মনে,
চেষ্টা বুঝিবার, কার্য তা সমুদ্রমন্থনে।
অপরত্র দেবগন, চক্ষুতে নাহি সহে,
পরমেশ্বরের শুক্ল স্বরূপ অত্যুজ্বলে;
দিব্য তার অঙ্গজ্যোতি, দেবতা দিকহারা,
করিয়া স্তব দেবতা, প্রসন্ন করে প্রভু।
সমুদ্রমন্থন কার্য উপদেশের শেষে,
পরমেশ্বর বিদায় নেয় ইন্দ্রের কাছে,
সর্বদেবতা মিলিয়া করজোড়ে প্রণাম,
আশির্বাদ দিয়ে প্রভু হইলো অন্তর্ধান।
সর্ব দেবতা এখন, চাহিয়া ইন্দ্রপানে,
অপেক্ষায় আদেশের, ঐ সমুদ্রমন্থনে।


চলবে......


মালতী-অমিত্রাক্ষর ছন্দ: প্রতি ছত্রে ১৫ টি অক্ষর, প্রতি ছত্র বা চরণ অাট এবং সাত মাত্রায়, এবং চরণগুলির অন্ত্যবর্নের মিল থাকেনা।