সমুদ্রমন্থন মহাকাব্য
       প্রথম সর্গ (২৩৭-২৫২)
            রাজুব ভৌমিক


ইন্দ্র কহে দেবতারে, অনুত্তেজিত সবে,
অভিমুখ হও সর্বে, অসুর রাজ্য লক্ষে;
সূর্য, বরুন, পবন, অগ্নি বাক্রূদ্ধে চাহে,
অসুরের রাজা বলি মহারাজ সাক্ষাতে।
  মহারাজ বলি দেখে দেবতার বিধেয়,
হাসিতে হুংকারে যায়, বলে মূর্খ দেবতা,
সূর্য দেবতাকে কহে, গেল কোথায় তেজ
আজি এ চরণতলে, দম্ভের প্রদায়ক।
বজ্রদেব ইন্দ্র! তুমি নিকৃষ্টের নিকৃষ্ট,
পর নারীতে করিয়া লোভ, ধিক্কার তবে;
দেবতা! কিন্তু তুই তো অসুরাধম ইন্দ্র,
বল কি চাস! দেবতা কেন আমার রাজ্যে?
ইন্দ্র ফুটানো জলের মত, ফুটতে থাকে,
অগ্নি বলে দেবরাজ, হে অচঁচল প্রভু,
চিন্তা করুন অভীষ্ট ফলে, নাহি অসুরে,
অভিনিবেশ নিকায়, ঐ সমুদ্রমন্থনে।


চলবে......


মালতী-অমিত্রাক্ষর ছন্দ: প্রতি ছত্রে ১৫ টি অক্ষর, প্রতি ছত্র বা চরণ অাট এবং সাত মাত্রায়, এবং চরণগুলির অন্ত্যবর্নের মিল থাকেনা।