সমুদ্রমন্থন মহাকাব্য
       প্রথম সর্গ (২৬৯-২৮৩)
            রাজুব ভৌমিক


ইন্দ্র কহিলেন ‘শুন উত্তুঙ্গ বলিরাজ!
প্রকাশ্য প্রজ্ঞপ্তি তবে, সন্ধির অবধান,
  পরমেশ্বেরর বাঞ্ছা, তা সমুদ্রমন্থন,
  দেবগন অসুরের মিলিত কর্মফল।’
বলিরাজ উপাহৃত, সিংহাসনে বসিয়া,
শুনে ইন্দ্রের প্রস্তাব, অভিনিবেশ দিয়া;
‘রাজী আমি দেবরাজ, বলিরাজ কহিল,
  কিন্তু সমুদ্রমন্থন থেকে উত্থিত ফল,
হবে কি সোসর ভাগ? প্রতিজ্ঞা চাই তবে,
দেবতায় নাহি আস্থা, ছলনায় মহান,
  অসুরগন অনঘ, এই চিন্তায় মরি।
হবে হবে সুনিশ্চিত! সোসর ভাগ বলি!
ইন্দ্র দেয় তার বাক্য, সচ্চরিত্র প্রকাশে,
  বলি করে বিবেচনা, ইন্দ্র নষ্টামিপূর্ণ,
  প্রত্যয় না দেবতারে, মনন করে বলি।


চলবে......


মালতী-অমিত্রাক্ষর ছন্দ: প্রতি ছত্রে ১৫ টি অক্ষর, প্রতি ছত্র বা চরণ অাট এবং সাত মাত্রায়, এবং চরণগুলির অন্ত্যবর্নের মিল থাকেনা।