সমুদ্রমন্থন মহাকাব্য
         প্রথম সর্গ (৮২-৯৪)
          রাজুব ভৌমিক


সমুদ্রমন্থন লীলা শুরু অজিতজন্মে,
চাক্ষুষ ষষ্ঠ মনুর আমলে, বৈরাজের
দেবসম্ভুতির গর্ভে বৈকুন্ঠ অবতার,
অজিত জন্মে ধরাতে, আরম্ভ দেবতার
অসুরাচরন, হয়ে কলঙ্ক ধরা তরে।
এ অজিত কূর্মরূপে, সহজ পৃষ্ঠে বহে
মন্দর পর্বত, করে সে সমুদ্রমন্থন;
নি:স্বার্থে সর্ব লাগিয়া, দেব করে চক্রান্ত।
অমৃত লাগি দেবতা, অসুরাধম বনে,
দেবরাজ ইন্দ্র আর বৈকুন্ঠ্য ষড়যন্ত্রে,
অমৃতলাভ সফল, দেবের অমরত্ব।
অপিচ অসুরাগন দেবতুল্য আদতে,
অমৃত হারিয়ে কাঁদে, জগত সাক্ষী রয়।


চলবে......
মালতী-অমিত্রাক্ষর ছন্দ: প্রতি ছত্রে ১৫ টি অক্ষর, প্রতি ছত্র বা চরণ অাট এবং সাত মাত্রায়, এবং চরণগুলির অন্ত্যবর্নের মিল থাকেনা।