সমুদ্রমন্থন মহাকাব্য
          প্রথম সর্গ (৯৫-১১০)
            রাজুব ভৌমিক


দুর্বাসা মুনির ধ্যান হইলে তা সম্যক্,
আনন্দ চিত্তে দর্শন, করিবে সে ভুবন;
কি কর্বুর এ সংসার, ভাবিয়া মর্মদেশে,
দেখিবো এই মৃত্তিকা, বায়ুতে যাবে মিশে।
চারিদিকে ধরিত্রীর রূপ ঐন্দ্রজালিক,
বনে বনে কয় কথা, এক ক্ষুদ্র শালিক;
দুর্বাসা মুনি দেখিয়া, প্রকৃতির এ রূপ,
হর্ষাবেশে বলে প্রভু, ধন্য তব সর্জন।
হাটতে হাটতে ঋষি দুর্বাসা, দেখে ইন্দ্র
ঐরাবত পিঠে যায়, কোন গন্তব্যস্থলে;
দেখি সে মুনি দুর্বাসা, ঐরাবত থামিয়া,
ইন্দ্র এবং ঐরাবত, প্রনাম দু’হাত দিয়া।
ইন্দ্র কহে, “মুনিবর, ইন্দ্রের প্রণামেতে,
ধন্য করুন দেবকে, বৈভব স্বর্গলোকে”;
“এ কোন সুকর্মে হলো, সাক্ষাৎ যে ঋষিবর!
ধন্য এ ভুবন প্রভু, ধন্য তব আধার।”


চলবে......


মালতী-অমিত্রাক্ষর ছন্দ: প্রতি ছত্রে ১৫ টি অক্ষর, প্রতি ছত্র বা চরণ অাট এবং সাত মাত্রায়, এবং চরণগুলির অন্ত্যবর্নের মিল থাকেনা।