তিনি আমার মা
               রাজুব ভৌমিক


     আমার সামান্য কষ্টে যার অশ্রু ঝরে
যাঁর পেট জ্বলে থাকিলে আমি বিনা আহারে
যে কহে প্রভু আমার ছেলের রোগটি দাও গো মোরে
     আমার বিধাতা যিনি এই অস্থায়ী সংসারে
                    তিনি আমার মা
   তিনিই আমার জীবনের একমাত্র চিত্রকর্মা।


আমি ঘুমাইলে যে কাঁথাটি আদরে গায়ে তুলে দেয়
    আমার রক্ষে করিতে যে হয় বিশাল আগ্নেয়
মাছের মাথাটি যে তুলে দিত বানাতে মোরে অপরাজেয়
  ভুলে যাওয়া অসম্ভব যাঁর প্রতিদিনের আতিথেয়
                    তিনি আমার মা
  ছিন্ন শাড়ি পরেও কিনে দিতেন আমার জামা।


  হাজারো আবদার যে আমার প্রতিদিন মিটায়
শখের খেলনাটি কিনে দিতে যে বাবার বকা খায়
     আমার শরীরে রক্ত দেখলে যার প্রাণ যায়
   মানুষ হিসেবে বড় হতে যে আমাকে শাসায়
                   তিনি আমার মা
      শত ভুল করলেও তিনি করেন ক্ষমা।


   বাড়ি ফিরতে একটু দেরী হলে যার মন হয় অস্থির
আদরে রাখে সারাজীবন যেমন ঘাস রাখে তার শিশির
একটু ব্যথা পেলে যার নাম প্রথমে মুখে এসে হাজির
        মন খারাপ হয় যে না থাকিলে অচির
                      তিনি আমার মা
            বিনে যার এই জীবন হয় থামা।


০৫/১০/২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক