সে ছিল আমার সাধ
                 রাজুব ভৌমিক

      প্রেম চাহিয়াছি তারি—আমি বারংবার
     সাধ্য কি আছে মোর তাহারে কিছু দেবার?
এই ধরায় রহিয়াছে যাহা কিছু মনোহর—শোভাময়
      সবি তাহার রূপে মিশে, নগণ্য মোরে কয়।  
  
       হে মোর প্রেমাশা, আজি কেন মনে হয়
   পাখি হইয়া চাহিনু বিশাল এক শস্যের ক্ষেত্র
  দু:সাহস! আছে কেউ আমার মতন দুশ্চরিত্র?
ক্ষুদ্র সৈনিক মোর মন—কেমনে করি তাহারে জয়?
    
      তবু চাহিয়াছি আমি তাহারে যতবার
কাঁদিয়াছি যত—বাড়িলো সীমা, ব্যথা সহিবার
        জগতে সব প্রেম বুঝি এমনি হয়
উচ্ছাসে মরে প্রাণ—ব্যকুলতায় কাটে সময়।


০৮/৩০/ ২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক