সুকেশিনী (স্বতন্ত্র সনেট)
      প্রফেসর ড. রাজু ভৌমিক


সখির ঝকঝকে, দীঘল কালো চুলে,
হারিয়ে যায় মন, বুকেতে ঝড় তুলে;
কালো মেঘেরদল, বলে ‘ও সুকেশিনী’,
‘লজ্জায় মরি আমি’, তোমাতে বিজলীনি।


তব আঁধার কালো চুলে, বিজলী ঝরে,
  ভালবাসার বৃষ্টি , পড়ে মুষলধারে;
প্রেম শীতল জলে, ভাসাও প্রান শূন্যে,
স্নিগ্ধ এ মন, কেউ দিশেহারা অরণ্যে।


তব চুলের যখন, খোঁপা  খুলে যায়,
চাঁদ যেন লজ্জা পেয়ে, মুখটি লুকায়;
বাতাস শীতল হয়ে, যেন বয়ে যায়,
সূর্য বলে গো সখি, আমাকে কি মানায়?


ঐ ঘন চুলে সখি, দেব শিউলি মালা,
খোঁপা করে সখিরে, দেখিবো সারাবেলা;


১১/১৯/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক