পাপী
               রাজুব ভৌমিক


         আমি স্বর্গ থেকে নেমে আসি নি
     সবার মত আমারও জন্ম নরক থেকে
    তাই নরকের শিখার আবেগে বহু জ্বলেছি
কত পাপের জন্ম দশমাস পূর্ণ হবার আগেই দিয়েছি
         আবার করেছি কত পাপের লালন
দেখে-শুনে করেছি প্রতিদিনের পাপের পরিচালন
   আমি তো কভু পাপের পথে চলতে চাই নি!
        আমি স্বর্গ থেকে নেমে আসি নি।


        আমি স্বর্গ থেকে নেমে আসি নি
         কত পাপ দেখেছি দূরে দাঁড়িয়ে
       আবার হেঁটে চলেছি একটু তাকিয়ে
         না—আমি তখন কিছুই করি নি
         পাপ দেখে কভু করি নি গো ভয়
             শুধু ছিলাম আমি তন্ময়
                   করিতে পাপ পরে
             আমার নিজের মত করে  
      আমি পাপের কৌতূহলটুকু ভুলি নি
       আমি স্বর্গ থেকে নেমে আসি নি।


        আমি স্বর্গ থেকে নেমে আসি নি
         যা কিছু ভবে ভাল বলে সবে
  আনন্দ-বিহীন, রসবিহীন! সে শূন্য অনুভবে!
              পাপ যেথায় করে বাস
            চিত্ত সেথায় করে উল্লাস
         আমি পাপ করতে যে চাই নি
       আমি স্বর্গ থেকে নেমে আসি নি।


      আমি স্বর্গ থেকে নেমে আসি নি
           পাপের সাথে করেছি বন্ধুত্ব
          অন্য কারো সান্নিধ্য চাই নি
       পাপের ডাকে শুনিতাম অবাকে
পাপ ভিন্ন অন্য শব্দ বিন্দুমাত্রও শুনি নি
        পাপের স্পর্শে হারিয়ে সতীত্ব
   সততার ডানহাতটি ছুঁতে কভু চাই নি
  পাপ মিশ্রিত স্বাদে দুই-হাত ভরে খেয়েছি
            অন্যকিছু খেতে চাই নি
         পাপের গন্ধে আকৃষ্ট হয়েছি
          ঘ্রাণশক্তি কভু হারাই নি  
   আমি ইন্দ্রিয় নিয়ন্ত্রণে সফল হই নি
      আমি স্বর্গ থেকে নেমে আসি নি।        


০৬/১১/ ২০২০
কপিরাইট © ২০২০ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক