সোকর্রো-নিউ মেক্সিকো (স্বতন্ত্র সনেট)
         রাজুব ভৌমিক (রাজু)


প্রস্তরঘেরা চারিদিকে, প্রশান্ত গিরি,
আনম্রে শুয়ে সে যে, বনে মস্ত প্রহরী;
রাখে সোকর্রো, তার ক্লান্ত বুকে জড়িয়া,
  প্রভূত দেহ তছু, কাড়িয়া মোর হিয়া।


আল্বাকার্কির দক্ষিনে, সোকর্রো চপল,
দখিনা বায়ু বহে, পথে অসমতল;
  মরুভূমির মত, দেখি বালুর স্তর,
জনশূন্যতাতে, বাড়িয়া মনের ডর।


পাহাড়-পর্বতে ঘেরা, সোকর্রোর রূপ,
  দূর্গম প্রাকৃতিক দৃশ্য, শান্তির কূপ;
মায়াজালে ঘেরা, সোকর্রোর চারিপাশ,
মুক্ত দখিনা বাতাসে, প্রাণের সুভাষ।


দেখিয়া মুক্ত গিরি, তার ক্লান্ত বিশ্রামে;
সোকর্রোর মায়াজালে, সময়ান্ত ঘুমে।


০২/০৫/২০১৯


সোকর্রো, নিউ মেক্সিকো।