সমুদ্রমন্থন মহাকাব্য
       প্রথম সর্গ (১৫৭-১৭২)
          রাজুব ভৌমিক


নেত্রপাতে দেবতার করুন এ বিধেয়,
ব্রক্ষ্মদেব শিহরিত ও উন্মনা শুনিয়া,
কেমনে অসুরগন অনর্থক শক্তিতে,
হারায় দেবতাগন বর্ধনাঙ্ক বর্ধিতে।
ইন্দ্র বোঝায় ব্রক্ষ্মাকে নিজের মত করে,
অগাচণ্ডী ব্রক্ষ্মদেব হায় হুতাশে মরে,
প্রিয় দেবগন নাহি পারে অধর্মকৃত্য,
সবি দোষ অসুরের, ব্রক্ষ্মদেব ভাবিয়া।
সঙ্কটজনক! ব্রক্ষ্মা কয় দেবরাজকে,
সুরাহার দরকার অসুরে অমঙ্গল,
অসুর নাহি চায় এ ভূখন্ডের মঙ্গল,
ভোগেই লিপ্ত অসুর ইন্দ্রিয়সুখ করে।
দেবরাজ! চলো যাই, পরমেশ্বর তরে,
ঊর্জস্বল সৃষ্টিকর্তা পরিত্রাণ মোদের,
সমভাবাপন্ন প্রভু রক্ষিত সে সুজনে,
তারই উদ্দেশ্য যাই দেবতা পরিত্রাণে।


চলবে.....


মালতী-অমিত্রাক্ষর ছন্দ: প্রতি ছত্রে ১৫ টি অক্ষর, প্রতি ছত্র বা চরণ অাট এবং সাত মাত্রায়, এবং চরণগুলির অন্ত্যবর্নের মিল থাকেনা।