বাংলার আত্মা (আয়না সনেট)
           রাজুব ভৌমিক


বাংলার আত্মা করে ক্রঁদন যন্ত্রনায়,
নির্বিচার গ্রামে শহরে, মরি গো হায়;
রক্তাক্ত মানুষের গা, স্বাধীন স্বদেশ,
ভক্ত দুর্নীতির, আর্তনাদে বাংলাদেশ।


বাংলার আত্মা করে ক্রঁদন যন্ত্রনায়,
যার যার স্বার্থে, চলে প্রতিযোগিতায়;
হিংস্রতা চারিদিকে, মনুষ্যত্ব বিনাশ,
সততা স্বর্ণতুল্য, রাস্তায় দেয় বাঁশ।


বাংলার আত্মা করে ক্রঁদন যন্ত্রনায়,
সভ্যতার আলো, ধীরে ধীরে নিভে যায়;
বিবেকহীন হচ্ছে জাতি, ধ্বংস ঐতিহ্য,
  বিলীন সবি বন্যায়, ভবের অসহ্য।


বাংলার আত্মা করে ক্রঁদন যন্ত্রনায়;
আধুনিকতার ঝড়ে, লক্ষী সে পালায়।  


০৭/২৮/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।