আত্মহত্যা (আয়না সনেট)
            রাজুব ভৌমিক


সমস্যা ক্ষনিকের, সমাধান যে স্থায়ী,
অমাবস্যা তিক্ততার, তুমি নহে দায়ী;
অসহায় ভাব, অনুভূতি নিরাশার,
হায়! করো লড়াই, নয় আত্মহত্যার।


সাহসী সেই, চালায় যে জীবন ভবে,
হাসি যার মুখে, বেদনাব্যথীত তবে;
হারিবে নাহি কভু, মৃত্যুর পদতলে,
সহিবে সর্ব জ্বালা, অনর্থ হবে মলে।


শুনহে নিরাশী, অমবস্যা ক্ষণস্থায়ী,
বিরহে বাজে, সুখধ্বনি তদনুযায়ী;
রাত যায় দিন আসে, নিয়ম সংসার,
কাত হইতে নেই, দেখিলে অন্ধকার।


আশা ব্রক্ষ্মাস্ত্র নিবে, দিবে আপনজন;
  দুর্দশা কাটিবে তব, শোন দিয়া মন।


০৬/১৬/২০১৯
ম্যানহাটন, নিউইর্য়ক


আয়না সনেট: যে সনেটটি দুই দিক থেকেই পড়া যাবে। এই কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে। এই কবিতাটি দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো।