নিকেতনের গেইট
                  রাজুব ভৌমিক


  একপাশে ভবের রঙ্গমঞ্চ অন্যপাশে জীবন
  সভ্যযুগে দ্বাসত্বের যেন করুণ এক বিচরণ
এক পাশে বালক-বালিকারা হেসে খেলে বেড়ায়
  অন্য পাশে কাঁদে শিশু তীব্র ক্ষুধার জ্বালায়
     এক পাশে সাহেবেরা চলে বুক ফুলিয়ে
  স্যার স্যার বলে আবার কেউ উঠে হাঁফিয়ে
অন্যপাশে জীবনের চাবুকে উঠে শরীরে চামড়া
হাজার পরিশ্রমেও নিত্য তাদের ভাগ্যে মারে আছড়া
  একপাশে কত নতুন রঙের জামার ছড়াছড়ি
   অজস্র আছে সেথায় নেই কোন কাড়াকাড়ি
অন্যপাশে রাস্তার ধুলায় শরীর দেয় গড়াগড়ি
  তা দেখে লক্ষী দেবী পালায় কত তাড়াতাড়ি
এরাও মানুষ, সে বিভ্রান্তে এখানে কাটে দিন ইশ্বরের
   সবি দেখে সবি শুনে কিছু মিলে না গরীবের
     কত স্বপ্ন যায় আটকে নিকেতনের গেইটে
কত আঁখি যায় ডুবে ক্ষুধার জ্বালায় খেটে খেটে
    ওহে, মানবতা!  দাও খুলে নিকেতনের দ্বার
  কিছুই না পাক এরা যদি মিলে একটু আহার।

০২/২০/ ২০২১
নিকেতন—ঢাকা