ইশ্বর ব্যস্ত তাই আমি কাজ করে খাই
                রাজুব ভৌমিক


চারিদিকে পূজা পার্বণ, দেবতা নিয়ে কাড়াকাড়ি
ধূপের গন্ধে লক্ষী নামে পুরোহিতের হুকুমজারি
     ফজরের ডাকে জাগি পেটের খোরাকে  
    জিলাপি সিন্নি খুঁজি গলির আকে বাকে        
     ক্ষুধার ফাঁকে আমার পেটের আওয়াজে
  ব্রহ্মা নাচে, শিব নাচে, নাচে দেবতাদের ভাই
      ইশ্বর ব্যস্ত তাই আমি কাজ করে খাই।


   আমার প্রার্থনায় না শুনিলো মানুষ
          না শুনিলো মোর ভগবান
       ক্ষুধার চাবুকে মারে সে দিনেরাতে
             আমি নাকি জগতের অপমান
     গরীব আমি টাকার অন্জলিতে
             কেমনে ডাকি তোরে কানাই  
     টাকার অভাবে ইশ্বর ব্যস্ত
            তাই আমি কাজ করে খাই।


দিনেদিনে বাড়ছে দেনা, বাড়ছে আমার সংসার
  খাবার আমি খাবার চাই, টাকার বড় দরকার
      মসজিদে মন্দিরে আমি যেখানেতে যাই
টাকার দান ছাড়া প্রভু না মিলে বললো হুজুর মসাই
         টাকার অভাবে ইশ্বর ব্যস্ত
                   তাই আমি কাজ করে খাই।


০৩/১৩/ ২০২১
কপিরাইট © ২০২১ রাজুব ভৌমিক
ম্যানহাটন, নিউইর্য়ক