এবম্ প্রেমম্ (স্বতন্ত্র সনেট)
      প্রফেসর ড. রাজু ভৌমিক


অতিজীব হৃদয় চলে, সখির পথে,
তব বাড়ির পাশে, আর স্কুলের সাথে;
ক্ষনিক দর্শন লাগি, বাল্য অন্তরম,
  অধরা স্বপ্নের ভ্রমে, এবম্ প্রেমম্।


   চাই তব দর্শন, সুখ তব গহীনে,
প্রেম সুপ্ত বীজ, যেন বিকাশ সমানে;
একরাশ ফুল মেলে, সে হাটে মধ্যম,
  বিভোর সখির প্রেমে, এবম্ প্রেমম্।


কত নিদ্রাহীন, অজশ্র নিশির কোলে,
হৃদয়ে প্রেমবীজ, রোপিত সে সফলে;
প্রেমবীজ অঙ্কুরিত, আদরে সেচন,
আশার ঘর বাঁধি, সাজাই এ জীবন।


সাধে কি চাই, তব দর্শন শ্রীবদনে,
তব প্রাপ্তি সাধ্য নাহি, প্রেম শুধু মনে।


১১/১২/২০১৮


ম্যানহাটন, নিউইর্য়ক